বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলের দিকে এফ আর টাওয়ারের পেছন বা দক্ষিণ দিকে সফুরা টাওয়ারের নিচে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমে নিখোঁজ থাকা ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবেন স্বজনেরা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো ধরনের তথ্য বিভ্রাট যেন না হয় সেজন্য আমরা এই কন্ট্রোল রুম খুলেছি। কোনো ধরনের গুজব ছড়াক তা আমরা চাই না। কারণ এখানে মানুষের জীবনের প্রশ্ন জড়িত। যাদেরই যা জানতে হবে বা জানাতে হবে তারা এখান থেকে পাবে।
কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক ইয়াসিন গাজী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত (রাত ৮টা) ১৮ জন নিখোঁজের তথ্য নিবন্ধন করিয়েছেন তাদের স্বজনেরা। উদ্ধার হয়ে হাসপাতালে বা অন্য কোথাও আছেন এমন ৭৩ জনের তথ্য আছে আমাদের কাছে। নিখোঁজদের বিষয়ে কিছু জানতে পারলে আমরা দ্রুত তাদের স্বজনদের কাছে তথ্য পৌঁছে দেব।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএইচএস/আরআর