বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো ধরনের তথ্য বিভ্রাট যেন না হয় তার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ভবনটির প্রতিটি ফ্লোরে ফায়ার সার্ভিসের কর্মীরা সার্চ করে যাচ্ছে। এজন্য সারারাত লেগে যেতে পারে। কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজটি করা হচ্ছে। আহতদের উদ্ধার, চিকিৎসা এবং ভবনটির মালামাল যেন মিসিং না হয় সে দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি।
তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, যারা নিজেদের মতো তদন্ত করবেন। রাজউক, ফায়ার সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত করা হবে। তবে এ মুহূর্তে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো আহতদের উদ্ধার, চিকিৎসা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।
ভবনে আটকে পড়াদের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত না। ফায়ার সার্ভিস ভবনে সার্চ করছে। এটি শেষ হলে প্রকৃত সংখ্যা জানা যাবে। আর তা আমাদের কন্ট্রোল রুমে আপডেট দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএইচএস/পিএম/আরআর