বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের রক্ষিতবেলতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রিজিয়া বেগম (৩৫)।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে জানান, নিহত রিজিয়ার ছেলে রক্ষিতবেলতা একটি মাদরাসায় লেখাপড়া করে। প্রতিদিনের মতো রাতে রিজিয়া তার মেয়েকে নিয়ে ছেলের জন্য খাবার দিতে যান। এসময় রক্ষিতবেলতা গ্রামের একটি ধান ক্ষেতে মেয়ের সামনেই দুর্বৃত্তরা রিজিয়াকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে বিষয়টি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিজিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এনটি