ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্রগতি ৬৭ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্রগতি ৬৭ শতাংশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত মোট ২৯টি প্রকল্পের চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক অগ্রগতি ৬৬.১২ শতাংশ। একই সময়ে এই মন্ত্রণালরে আওতাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজের আর্থিক অগ্রগতি ৬৭.৬৭ শতাংশ। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর ২০১৮-১৯ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি (এডিপি) পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন।  

সভায় তিনি বলেন, বর্তমান সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর।  

সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোকে সরকারি অর্থের সর্বোচ্চ সদব্যহার করে যথা সময়ের মধ্যে শেষ করার জন্য আহবান জানান তিনি।  

এ সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রশাসনাধীন সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯ 
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।