বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর ২০১৮-১৯ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি (এডিপি) পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, বর্তমান সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়নে বদ্ধপরিকর।
সেই ধারাবাহিকতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোকে সরকারি অর্থের সর্বোচ্চ সদব্যহার করে যথা সময়ের মধ্যে শেষ করার জন্য আহবান জানান তিনি।
এ সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রশাসনাধীন সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসকে/এএ