ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: ঢাকার বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের হতাহতরে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে  আব্দুল মোমেন । 

বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

তিনি ব্যক্তিগতভাবে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 এছাড়া  তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।  

ড. মোমেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও নিহতদের বিষয়ে খোঁজখবর নেন।  

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
টিআর/ইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।