এর মধ্যে ত্রাণের কমিটির সদস্য সংখ্যা ৯, গৃহায়ণের কমিটির সদস্য ৬ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরর কমিটির সদস্য সংখ্যাও ৬জন। প্রতিবেদন দাখিলের জন্য তিন কমিটি-ই সময় পেয়েছে সাত দিন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে ৬ (ছয়) সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর; ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি (যুগ্মসচিব পর্যায়ের); জেলা প্রশাসক, ঢাকা এর প্রতিনিধি (অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের); উপ-পুলিশ কমিশনার, গুলশান জোন; ও মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া, উপসচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কমিটিকে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়সহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক ৭ (সাত) দিনের মধ্যে মতামত ও সুপারিশ দিতে বলা হয়েছে।
একই সঙ্গে জাতীয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ করতেও কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। এতে এ পর্যন্ত ১৯জনের প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
আরএম/এমএ