তিনি বলেছেন, পোশাক শিল্প খাতের ক্ষেত্রে রানা প্লাজার দুর্ঘটনার পর ভবনের নিরাপত্তা জোরদার হয়েছে। সেখানে আর এ ধরনের দুর্ঘটনা দেখা যাচ্ছে না।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ভর্তি হওয়া রোগীদের পরিদর্শন শেষে সাংবাদিকদের ডা. এনাম এসব কথা বলেন।
তিনি বলেন, এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ড তদন্তে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমানকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে ঢাকা জেলা প্রশাসন, পুলিশ, আর্মড ফোর্স, ফায়ার সার্ভিস, বুয়েট, গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে কার্যক্রম শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা ২২টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ১৮টি সুপারিশমালা উপস্থাপন করেছি। সে অনুসারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করেছে। আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমরা মিটিং করেছি সেখানে ফায়ার সার্ভিস, ঢাকা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাই ছিল এবং খুব দ্রুত নির্ধারিত কর্মকাণ্ড শুরু করা হবে।
তিনি বলেন, ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে প্রতিটি ভবনে প্রশস্ত করিডোর এবং ইমার্জেন্সি এক্সিটের জন্য প্রশস্ত সিঁড়ি রাখার বিধান রয়েছে। ভবন সাত তলা থেকে উচু হলেই এই ব্যবস্থাগুলো বাধ্যতামূলক। তাছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পত্র থাকাও বাধ্যতামূলক। কিন্তু এই ভবনটিতে অগ্নি প্রতিরোধ এর কোন যথোপযুক্ত ব্যবস্থা পাওয়া যায়নি।
‘তাছাড়া ইমার্জেন্সি এক্সিটের সিকিউরিটি পাওয়া গেছে সেটি মাত্র ৩৬ ইঞ্চি চওড়া অর্থাৎ শুরু এবং তাও বন্ধ ছিল। তালা কেটে উদ্ধারকার্য চালাতে বাধ্য হয়েছেন তারা। ’
প্রতিমন্ত্রী ডা. এনাম বলেন, ভবন নির্মাণের কাজে যেসব প্রতিষ্ঠান যুক্ত রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে জনবলের সংকট রয়েছে। এরপরও এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ। তিনি বলেন, বেশিরভাগ মানুষ শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১২ জন এই হাসপাতালে (কুর্মিটোলা) চিকিৎসাধীন রয়েছে৷
বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমএএম/এমএ