বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ বেষ্টনী দেয়া হয়। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার স্বার্থেই ঘটনাস্থলে বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।
পড়ুন>> বনানী অগ্নিকাণ্ড: দীর্ঘ হচ্ছে লাশের সারি
সরেজমিনে দেখা যায়, ভবনের নিচে ভাঙা গ্লাসের টুকরা পড়ে আছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য অবস্থান করছেন। এছাড়া রয়েছেন মিডিয়া কর্মীরাও।
এদিকে বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ১টার দিকেও অগ্নিকাণ্ডস্থল এফ আর টাওয়ারের সামনে ভিড় করেছেন উৎসুক জনতা।
অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৯জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
টিএম/এমএমআই/এমএ