তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ। যে যেভাবে পেরেছেন সবাই উদ্ধারকারী বাহিনীকে সহযোগিতা করেন।
এমনই একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ছবিতে দেখা যায়, একটি শিশু পানির পাইপের ছিদ্র বন্ধ করার জন্য এর ওপর বসে আছে। এ ঘটনায় প্রশংসায় ভাসছে শিশুটি।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আশপাশের এলাকায় পানির সন্ধান করা, পাইপ টেনে নিয়ে যাওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়েন সাধারণ মানুষও।
তবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উৎসুক মানুষের মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করা নিয়েও সমালোচনা হচ্ছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।
রাতিন রা’আদ নামে একজন ফেসবুকে লিখেছেন, আগুন লাগার পর ঘটনাস্থলে আসা অনেক মানুষই ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর পাইপ টেনে এনেছে। উপরের তলাগুলোতেও যাতে পানির ফ্লো যায় সেজন্য পাইপ নিজেরাই কাঁধে তুলে ধরেছেন। তারা ক্যামেরা হাতে ফেসবুকে ভাইরালের উন্মাদনায় ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত না। কিন্তু সংখ্যায় এটা অল্প হলেও এই মানুষগুলো অনেক আহতদের হাসপাতালে নিতে সাহায্য করেছেন।
‘বিশেষ করে যারা আতঙ্কিত হয়ে উপর থেকে লাফ দিয়েছেন, তাদের তাৎক্ষণিক রেস্কিউ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নীচ থেকে চিৎকার করে সাহস যোগাবার চেষ্টা করেছেন যেন উপর থেকে মানুষগুলো লাফ না দেয়। এসব মানুষের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ’
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৯জনের নিহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমএ/