বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় থাকা কালাই হাউজে বসে তিনি কালাই রুটি খান। এ সময় তার চারপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
মহানগরীর উপশহর এলাকায় থাকা কালাই হাউজের স্বত্ত্বাধিকারী রিপন আলী জানান, পথের ধারে পাতা টেবিল ও চেয়ারে সস্ত্রীক বসে পড়েন মার্কিন রাষ্ট্রদূত। এক পর্যায়ে পোড়া বেগুনের ভর্তা ও কাঁচা মরিচ-পেঁয়াজ বাটা ঝাল দিয়ে একটি কালাই রুটি খান মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বাড়তি বলতে তার জন্য কেবল আলাদাভাবে দেয়া হয়েছিল মিনারেল ওয়াটার।
এ সময় তার সফর সঙ্গীরাও ছিলেন। খাবার শেষে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সুস্বাদু এই কালাই রুটির বেশ প্রশংসা করেন। এর আগে বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহীর একটি মিষ্টির দোকানে হঠাৎ ঢুকে পড়েন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে মিষ্টি খাওয়ার পাশাপাশি কিনেও নিয়ে যান।
গত ২৭ মার্চ (বুধবার) দুইদিনের সফরে রাজশাহী যান আর্ল রবার্ট মিলার।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএস/এমএ