ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

পাংশায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
পাংশায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে কৃষক নিহত

রাজবাড়ী: রাজবাড়ী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে দুর্বৃত্তের ছোড়া গুলিতে ওহাব খা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। নিহত ওহাব ওই ইউনিয়নের লাহিনী লঘুনাথপুর গ্রামের মনছুর খানের ছেলে।

নিহতের স্বজনেরা জানায়, বৃহস্পতিবার রাতে একই এলাকার দুলাল খান নামে এক আওয়ামী লীগ কর্মীকে দুর্বৃত্তরা মারধোর করছিল। এসময় চিৎকার শুনে ওহাব এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার (২৯ মার্চ) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা ওই ব্যক্তিকে গুলি করেছে সেটা এখনও জানা সম্ভব হয়নি।  

ময়না-তদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।