ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্ত ঢামেক মর্গে রাখা মরদেহ-ছবি-বাংলানিউজ

ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের লাশ উদ্ধার করা গেছে এবং তাদের শনাক্ত করাও সম্ভব হয়েছে।

এদের মধ্যে ২৪ জনের লাশ ইতোমধ্যে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতেরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ থানার রামপাশা গ্রামের সৈয়দ মহিউদ্দিন আহমেদের মেয়ে সৈয়দা আমিনা ইয়াসমিন (৪৮), বরিশালের বিমানবন্দর থানার উত্তর কড়াপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে মো. মনির হোসের সর্দার (৫২), দিনাজপুরের কোতয়ালী থানার ভালুয়াডাঙ্গা গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪০), রংপুরের পীরগঞ্জ থানার চতরা গ্রামের মৃত. আব্দুর রশিদ মুন্সির ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬), খুলনার তেরখাদা থানার কোদলা গ্রামের মো. মিজানুর রহমান, চাঁদপুরের মতলব দক্ষিণ থানার দক্ষিণ নাগদা গ্রামের নাজমুল হাসানের ছেলে রেজাউল করিম রাজু (৪০), নোয়াখালীর বেগমগঞ্জ থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে জেবুন্নেছা (৩০), টাঙ্গাইলের মির্জাপুর থানার ভানুয়াবহ গ্রামের ইছাহাক আলীর ছেলে নাহিদুল ইসলাম তুষার (৩৫), বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার বলিপুর গ্রামের রায়হানুল ইসলামের স্ত্রী তানজিলা মৌলি (২৫)।  

বৃহস্পতিবারের (২৮ মার্চ) ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আরও মারা গেছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার বালুগ্রামের মৃত. নজরুল ইসলাম মৃধার ছেলে পারভেজ সাজ্জাদ (৪৬), কুষ্টিয়ার কুমারখালী থানার বানিয়াপাড়ার ইছহাক আলীর ছেলে ইফতিয়ার হোসেন মিঠু (৩৭), যশোর সদরের বেস্টপাড়ার মোজাহিদুল ইসলামের মেয়ে শেখ জাবিন তাসনিম বৃষ্টি (২৫), শরিয়তপুরের পালং থানার সারেনগা শৈলপাড়ার মৃত. আব্দুল কাদির মির্জার ছেলে আতিকুর রহমান (৪২), লালমনিরহাটের পাটগ্রাম থানার কলেজ রোডের আবু বক্কর সিদ্দিকের ছেলে আনজির সিদ্দিক আবির (২৭), নওগাঁর বোয়ালিয়া গ্রামের মৃত. মনসুর রহমানের ছেলে মঞ্জুর হাসান (৪৯), পাবনার আতাইকুলা থানার গাঙ্গহাটি গ্রামের আইয়ুব আলীর ছেলে আমির হোসেন রাব্বী (২৯)।

অগ্নিকাণ্ডের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান ঢাকার গেন্ডারিয়া থানার ১১ নম্বর আলমগঞ্জের মৃত. মিজানুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৩২)। এরপর তার স্ত্রী রুমকী আক্তারের (৩০) মরদেহ ভবন থেকে উদ্ধার করা হয়।

এ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার নবীনগরের মৃত. হেলাল উদ্দিনের ছেলে আহম্মদ জাফর (৫৯) ও ফতুল্লা থানার উত্তর ভুইগরের জহিরুল হকের ছেলে ফজলে রাব্বী (৩০) মারা গেছেন।  

এছাড়াও মারা গেছেন ঢাকার রূপনগরের ইউসুফ ওসমানের স্ত্রী ফ্লোরিডা খানম পলি (৪৫), মোহাম্মদপুরের তাজমহল রোডের মৃত. হাবিবুর রহমানের ছেলে আতাউর রহমান (৬২), মগবাজারের মধুবাগ এলাকার সামসউদ্দিনের ছেলে সালাউদ্দিন মিঠু (২৫) ও ডেমরার পূর্ববগাইর এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে আব্দুল্লাহ আল ফারুক (৬২)।  

এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন শ্রীলঙ্কান নাগরিক হীরস (৩৫)। তিনি বনানী ১৮ নম্বর রোডের ‘এ’ ব্লকে থাকতেন।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএইচএস/টিএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।