শুক্রবার (২৯ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এভাবেই কাঁদতে কাঁদতে স্বামীর কথা বলেন রাবেয়া আক্তার। আব্দুস সবুর খান বনানীর আর এফ টাওয়ারের ১১ তলায় আটকে ছিলেন দীর্ঘক্ষণ।
রাবেয়া বলেন, ওর শ্বাসনালীতে গরম ধোঁয়া ঢুকেছে। নালীটি ভিতরে সিদ্ধ হয়ে গেছে। গতকাল থেকে ওকে শুধু স্যালাইন দিয়ে রাখা হয়েছে। আজ সকালে সামান্য জাউভাত খেতে দিয়েছি। আমাদের একটি সন্তান রয়েছে। আমি এখন আবার অন্তঃসত্ত্বা। আপনারা ওর জন্য ও আমাদের জন্য দোয়া করবেন।
বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি আছেন তৌকির হোসেন নামে আরেকজন রোগী। অক্সিজেন দেওয়া অবস্থায় থাকা এই রোগীর সহধর্মিণী শাহীন হাসনাতকে প্রচণ্ড মর্মাহত অবস্থায় দেখা গেছে।
শাহীন হাসনাত বলেন, দুপুর আড়াইটার দিকে তৌকির ফায়ার সার্ভিসের ক্রেনের মাধ্যমে নিচে নেমে এসেছে। এখানকার চিকিৎসকরা অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। এখন শ্বাসকষ্টে সমস্যা রয়েছে। আপনারা তৌকিরের জন্য দোয়া করবেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা যায়, অবজারভেশন রুমে এই মুহূর্তে আব্দুস সবুর খান, তৌকির হোসেন, সাব্বির ভর্তি আছেন। সবশেষ অনুপম দেবনাথ নামে একজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢামেক বার্ন ইউনিটে আনা হয়েছে।
এছাড়া আজ দুপুরে আবু হোসেনকে অবজারভেশন রুম থেকে ছুটি দেওয়া হয়েছে এবং এর আগে রেজাউর রহমান নামে একজনকে ছাড়পত্র দেওয়া হয়। রেজওয়ানুল ইসলাম নামে একজন রোগী এখন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। সবমিলিয়ে ঢাকা মেডিক্যালে এই মুহূর্তে বনানীর ঘটনায় আহত আটজন রোগী ভর্তি আছেন।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমএএম/এএ