শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে এ তথ্য জানান বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট শাওন সোলায়মান।
ভবনটির পাঁচতলার বাসিন্দা মুন্নির বরাত দিয়ে তিনি বলেন, চারতলার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত।
এদিকে, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম বাংলানিউজকে জানিয়েছে, বারিধারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। একইসঙ্গে অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসএইচএস/টিএ