শুক্রবার (২৯ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শুধুমাত্র একজন রোগী আশঙ্কাজনক অবস্থায় মূল হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
সামন্ত লাল বলেন, আমাদের এখানে সাতজন রোগী চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে একজন (আব্দুল্লাহ আল ফারুক তমাল) মৃত অবস্থায় এসেছেন। তার শরীরের ৯৫ শতাংশ পোড়া ছিল। আরেকজন রোগীর (রেজওয়ান আহমেদ) অবস্থা শঙ্কটাপূর্ণ। তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার শরীরের ১০ থেকে ১২ শতাংশ পোড়া, দুই পায়ের উরুতে ও দুই হাতের হাড় ভাঙা এবং পিঠের কিছুটা অংশে মাংস নেই। রাতে সেটা অপারেশন করে আমরা ঠিক করেছি। এখন বিশেষভাবে চিকিৎসাধীন আছে। এছাড়া বাকি যারা আছেন তাদের সবাই ঝুঁকিমুক্ত। বার্ন ইউনিটে সর্বমোট চারজন রোগী রয়েছেন।
তিনি বলেন, চিকিৎসা নিয়ে চলে গেছেন আবু হোসেন আর রেজাউর রহমান নামে দু’জন রোগী। আর কুর্মিটোলা থেকে অনুপম দেবনাথ নামে আরেকজনকে নিয়ে আসা হয়েছে। এই চারজনকে বার্ন ইউনিটের দোতালায় আলাদা কক্ষে নিয়ে স্পেশাল চিকিৎসা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমএএম/আরবি/