ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এফ আর টাওয়ারে আগুন: চিকিৎসাধীন একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এফ আর টাওয়ারে আগুন: চিকিৎসাধীন একজনের মৃত্যু সেদিন অগ্নিকাণ্ডের পর উদ্ধার অভিযানের ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার নাম আবু হেনা মোস্তফা কামাল (৪১)। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়ালো।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩০ মার্চ) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় বলে বাংলানিউজকে জানান বনানী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম।

নিহত আবু হেনা মোস্তফা কামাল দুর্ঘটনাকবলিত এফ আর টাওয়ারের ১১তলার একটি অফিসে কর্মরত ছিলেন।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৩তলা সুউচ্চ ভবনটিতে অগ্নিকাণ্ডে প্রাথমিক ২৫ জনের প্রাণহানি হয়। এছাড়া ওই দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অর্ধশতাধিক।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২১০৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।