শনিবার (৩০ মার্চ) সকালে শহরের ৫নং খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
নিখোঁজ জুয়েল মিয়ার (২২) বাড়ি নেত্রকোণা জেলায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকাল ৬টায় সিমেন্ট বোঝাই একটি ট্রলার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ওই সময় জাহাজে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে চলেছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএইচ