শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৪৮ মিনিটে বাণিজ্যিক ওই ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। যা প্রায় ৪টা নাগাদ নিয়ন্ত্রণে আনা হয়।
বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ভবনের চর্তুথ তলায় একটি সার্ভার কক্ষের পাশেই শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা দ্রুততম সময়ের মধ্যেই আগুন নির্বাপন করতে সক্ষম হয়েছি।
ভবনটি পর্যবেক্ষণের পর তিনি বলেন, আমরা এখানে এসে দেখেছি এই ভবনে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এখন ভবনটিতে আমরা তল্লাশি চালাবো। এখানে অগ্নিনির্বাপনের কি কি ব্যবস্থা আছে তা ক্ষতিয়ে দেখা হবে।
ভবনটি ১৫তলার বেশি বলেও জানান আবুল কালাম আজাদ।
এর আগে শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটে গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
পিএম/জেডএস