তিনি বলেন, শিগগিরই ১৪০০ মিটার কাজ করা হবে। এছাড়াও আরো ১৫ কিলোমিটার কাজের জন্য মন্ত্রণালয়ে অনুমোদনের চেষ্টা করা হচ্ছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মাতাব্বরহাট নদী তীর রক্ষা বাঁধ পরিদর্শনকালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিকল্পধারার মহাসচিব বলেন, আমি শুধু দলের নয়; সবার এমপি। সবাই আমার কাছে সমান। আমি সবার কথা শুনবো; এলাকার উন্নয়নের চেষ্টা করবো। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মেজর (অব.) আবদুল মান্নানের সহধর্মিনী উম্মে কুলসুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুজ জাহের সাজু, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুসা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, বিকল্পধারার উপজেলা সভাপতি মোহাম্মদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, রামগতি উপজেলা বিকল্পধারার যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মোল্লা, কমলনগর উপজেলার নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রুক্সি, বিকল্প যুবধারার কেন্দ্রীয় নেতা মো. শহিদ উল্লাহ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আবুল খায়ের, মো. নিজাম উদ্দিন, হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুর রহমান দিদার, বিকল্প যুবধারার নেতা জাফর আহমেদ, মিজানুর রহমান ও মাহফুজুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত তিন যুগেরও বেশি সময় ধরে কমলনগরে মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ জনপথ। হুমকির মুখে রয়েছে উপজেলা কমপ্লেক্সসহ সরকারি-বেসরকারি বহু স্থাপনা। এলাকাবাসীর দাবির মুখে ১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। অনিয়ম ও নিম্নমানের কাজ হওয়া গত দেড় বছরে ওই বাঁধে ৮ বার ধস নামে। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া বাঁধের সংস্কার ও বর্ষার আগে আরো ৮ কিলোমিটার বাঁধ নির্মাণ করার দাবি জানান এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
আরবি/