ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ চেয়ারম্যানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ চেয়ারম্যানের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ চেয়ারম্যান আবদুল মতলব(৬৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাত একটার দিকে ঢাকার নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মতলব হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্পের ডেভেলভমেন্ট ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন।

লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. শাহাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ মার্চ (রোববার) লেদা রোহিঙ্গা ক্যাম্পের তিন রাস্তার মাথা এলাকায় একটি পানের দোকানে বসেছিলেন আবদুল মতলব। এসময় হঠাৎ একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ক্যাম্পের আইএমও পরিচালিত একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক(এসআই)মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোহিঙ্গারা জানান, টেকনাফের রঙ্গিখালি ও আলীখালী এলাকার কিছু ইয়াবা ব্যবসায়ী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ব্যবসা চালিয়ে  আসছিল। এতে বাধা দেওয়ায় তার হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।