ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডিবি পরিচয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ডিবি পরিচয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পঞ্চগড়: গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ব্যাগ তল্লাশি এবং পরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নুর আলম (২৭) নামে বিকাশের এক কর্মীর কাছে থাকা সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল নামক এলাকার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ ঘটনা ঘটে। নুর আলম পঞ্চগড়ের বিকাশ ডিস্ট্রিবিউটরের আওতায় ডিস্ট্রিক্ট সেলস অফিসার (ডিএসও) হিসেবে দায়িত্বরত রয়েছেন।

ছিনতাইয়ের শিকার নুর আলম বাংলানিউজকে  বলেন, তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে পঞ্চগড় আসছিলাম। পথে তিনমাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তি গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দেন। তারা আমার ব্যাগে ফেন্সিডিল আছে বলে ব্যাগ তল্লাশি শুরু করেন।  

তিনি বলেন, এক পর্যায়ে মোবাইলে বিকাশ অফিসে যোগাযোগ করার চেষ্টা করলে ছিনতাইকারীরা আমার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে সাড়ে ৭ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে দ্রুত তাদের মোটরসাইকেলে করে পালিয়তে যায়। এ সময় আমার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে কিন্তু তাদের ধরা যায়নি।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাস আহমদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তি বিকাশ কর্মী। তার দাবি তার ব্যাগে সাড়ে ৭ লাখ টাকা ছিলো। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।