ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
রামগতিতে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ৮ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মো. হান্নানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মার্চ) রাতে উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

হান্নান রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইয়ুম ডাক্তার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এ টি এম আরিচুল হক জানান, মাদক ব্যবসায়ী হান্নানের বিরুদ্ধে মাদক মামলায় ৮ বছরের সাজা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।