রোববার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকার মঞ্জুরুল হকের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বাংলানিউজকে জানান, উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায় মঞ্জুরুল হকের টিনশেড বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে।
আগুনে বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান রাম প্রসাদ পাল।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএস/ওএইচ/