জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি। ছবি: বাংলানিউজ
ঢাকা: পুনর্বাসন না করে হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
রোববার (৩১ মার্চ) দুপুর ১২টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন তারা।
অবস্থান কর্মসূচিতে কৃষক শ্রমিক ফেডারেশনের সভাপতি এমএ সবুজ বলেন, হকাররা সমাজের বাইরের কেউ না।
তারা আমাদের ভাই ও বন্ধু। এখানে লাখ লাখ মানুষের জীবিকা জড়িত। কোনো রকম পুনর্বাসন না করে আর কোনো হকার উচ্ছেদ আমরা মেনে নেবো না।
তিনি বলেন, হকার উচ্ছেদ করতে হলে অবশ্যই এর আগেই বিকল্প ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জাতীয় সংসদে জীবিকা সুরক্ষা আইন পাস করতে হবে।
এ সময় শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, হাজী আব্দুস সাত্তারসহ হকার্স ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ইএআর/এসএ/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।