রোববার (৩১ মার্চ) সকালের দিকে গবাদিপশুর জন্য ওই হাওরের ঘাস কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে দেলোয়ার ঘাস কাটতে হাওরের যায়। এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পরে হঠাৎ করে বজ্রপাত এসে তার গায়ে লাগে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুত্বর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জিপি