আটক মিজানুর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চৌবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
রোববার (৩১ মার্চ) দুপুরে শহরের মফিজ পাগলা মোড়ে অবস্থিত একটি ভবনে চালিয়ে পুলিশ এসব সরকারি ওষুধ ও সরঞ্জামাদি জব্দ করে।
পুলিশের হাতে আটক ওষুধ ব্যবসায়ী মিজানুর বগুড়া পৌর শহরের নারুলীতে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। পাশাপাশি গত দুই বছর ধরে তিনি মফিজ পাগলা মোড়ে সাইরুল ইসলাম নামে এক ব্যক্তির সপ্তমতলা ভবনের তৃতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত ভাড়া নিয়ে ওষুধের গুদাম হিসেবে ব্যবহার করে আসছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে, শহরের রবিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার (৩০ মার্চ) দিনগত রাতে অভিযান চালিয়ে প্রথমে ওষুধ ব্যবসায়ী মিজানুরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে এ ব্যবসায়ী তার কয়েকটি গুদামে সরকারি ওষুধ ও সরঞ্জামাদি মজুদ থাকার বিষয়টি স্বীকার করেন।
পরে তার দেওয়া তথ্যমতে, রোববার দুপুরে মফিজ পাগলা মোড়ে অবস্থিত এসব গুদামে অভিযান চালিয়ে মজুদকৃত বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
জেলার সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু বাংলানিউজকে জানান, সরকারি হাসপাতালে ওষুধ ও সরঞ্জামাদি সরবরাহের দায়িত্বে থাকা ব্যক্তি এবং হাসপাতালের গুদাম রক্ষকদের কাছ থেকে তিনি এসব পেতেন বলে পুলিশের হাতে আটক ওষুধ ব্যবসায়ী মিজানুর পুলিশকে জানিয়েছে।
ওই ওষুধ ব্যবসায়ীর অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এমবিএইচ/আরবি/