সাতক্ষীরা: সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হোসেন (২৪) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার গাজীপুর মহাদেবনগর এলাকায় এ ঘটনা ঘটে। লিটন হোসেন সদর উপজেলার ভাড়ুখালী মাহমুদপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, লিটন হোসেন সদর উপজেলার গাজীপুর মহাদেবনগরের একটি মসজিদে ইলেক্ট্রিকের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার একটি হাত বিদ্যুতের তারে জড়িয়ে যায়।
এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।