নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতিখানার বাসিন্দা মোস্তফা কামাল মনির ও শারমিন আক্তার দম্পতির দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাস দেড়েক হলো। ছোট্ট ফুটফুটে সন্তানের নাম রেখেছেন 'মোস্তফা ওয়াসিফ'।
জন্মের পর পরই ওয়াসিফের হার্টে সমস্যা দেখা যায়। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করে ওয়াসিফের হার্টে ছিদ্র ধরা পড়ে। সেই সঙ্গে হার্ট নাকি উল্টো হয়ে আছে। দায়িত্বরত চিকিৎসক এমনটাই জানিয়েছেন। এজন্য যতো দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে ওয়াসিফের।
বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এ অপারেশন করাতে আড়াই থেকে তিন লাখ টাকার মতো লাগবে। তবে সেখানে ঝুঁকি থাকায় মোস্তফা কামাল তার সন্তানকে ভারতে নিয়ে যেতে চান। আর এজন্য প্রায় সাড়ে তিন লাখ টাকা দরকার। যা তার সাধ্যের বাইরে। মোস্তফা কামাল পেশায় একজন বিক্রয়কর্মী। রাজধানীর সুপার মার্কেটে একটি দোকানে কাজ করেন। দিন আনেন দিন খান। বর্তমানে নারায়ণগঞ্জে থাকেন। এরই মধ্যে সন্তানের চিকিৎসায় ৮০,০০০ টাকা খরচ করে ফেলেছেন।
আত্মীয়-স্বজনের কাছে ধার-দেনা ও স্ত্রীর গয়না বিক্রি করে কোনোরকমে মোস্তফা কামাল দুইলাখ টাকা যোগার করেছেন। আরো প্রায় দেড় লাখ টাকা দরকার। যা তার পক্ষে কোনোভাবেই যোগার করা সম্ভব না। ওদিকে সন্তান ওয়াসিফের শারীরিক অবস্থা দিন দিন অবনতির পথে। তাই তিনি বসে না থেকে এর মধ্যে পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সেইসঙ্গে সন্তানকে বাঁচাতে দিকবিদিক ছুটে বেড়াচ্ছেন। কিন্তু কিভাবে এতো টাকা যোগার করবেন? কিভাবে সন্তানের জীবন বাঁচাবেন? এসব প্রশ্নের উত্তর তার জানা নেই। অপারগ হয়ে অশ্রুসিক্ত চোখে সৈয়দপুরবাসী সহ দেশবাসীর কাছে তিনি সহযোগিতা কামনা করেছেন।
শিশু ওয়াসিফের চিকিৎসার জন্য সহযোগিতা পাঠানোর ঠিকানা:
মো. মোস্তফা কামাল (মনির)। মহল্লা: হাতিখানা, সৈয়দপুর (লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পেছনে), উপজেলা: সৈয়দপুর, জেলা: নীলফামারী, বিকাশ নম্বর: 01716184158
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরএ