ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে আকরাম হোসেন (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (০১ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌরসভা এলাকার টিকরকান্দি গ্রামের একটি আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকরাম একই গ্রামের ওমেজ উদ্দিনের ছেলে।

তিনি পেশায় একজন কৃষক।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকরামের নিজ বাড়ির সামনে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে থানা খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।