সোমবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে জয়নুল উদ্যানের সামনে থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বাংলানিউজকে জানান, ওই যমজ ছেলে রোববার (৩১ মার্চ) দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়।
সোমবার সকালে স্থানীয়রা তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ দু'টি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তারা শহরের গোয়াইলকান্দি এলাকার দুলাল উদ্দিনের ছেলে।
বাংলাদেশ সময় ১৪৩০ ঘন্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএএএম/এএটি