ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে যমজ ভাইয়ের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ময়মনসিংহে যমজ ভাইয়ের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে হোসেন আলী (১১), মোবারক হোসেন (১১) নামে যমজ ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে জয়নুল উদ্যানের সামনে থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার বাংলানিউজকে জানান, ওই যমজ ছেলে  রোববার (৩১ মার্চ) দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়।

এরপর থেকে তারা নিখোঁজ।

সোমবার সকালে স্থানীয়রা তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহ দু'টি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠায়। তারা শহরের গোয়াইলকান্দি এলাকার দুলাল উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময় ১৪৩০ ঘন্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।