সোমবার (১ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ইলা তার মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারী বিবাহিত ছিলেন। তার স্বামী নাম ফয়সাল। তিনি উত্তরা এলাকায় থাকেন।
তবে কি কারণে ইলা আত্মহত্যা করেছেন বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এজেডএস/আরআইএস/