ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় স্থাবর অস্থায়ী সম্পদের হিসাব গোপন রাখার অভিযোগে বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই অপরাধে আব্দুল মোমেনের স্ত্রী মাসুদা মোমেনকেও তলব করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক মলয় কুমার সাহা স্বাক্ষরিত পৃথক চিঠিতে আগামী ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
আরএম/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।