আটকরা হলেন- রানা আহম্মেদ আল আমিন (২২), রাব্বি আকন্দ প্রান্ত (২০) ও রাসেল মিয়া (২৭)।
সোমবার (১ এপ্রিল) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রোববার (৩১ মার্চ) নান্দাইল উপজেলার চরপাড়া ও ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকা থেকে ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএএএম/ওএইচ/