সোমবার (০১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের বাগজানা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসিনা একই গ্রামের হায়দার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে জামিরুলের সঙ্গে হায়দারের বিরোধ চলছিল। এরই জের ধরে গত বুধবার (২৭ মার্চ) দু’পক্ষের সংঘর্ষে হাসিনার মাথায় ইট দিয়ে আঘাত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অর্থাভাবে চিকিৎসা না চালাতে পেরে শনিবার (৩০ মার্চ) সকালে হাসিনাকে বাড়ি নিয়ে আসেন তার স্বজনরা। সোমবার সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রশিদ সরকার বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসআরএস