সোমবার (০১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন দায়রা জজের বিচারক কেএম ইমরুল কায়েশ ২০ হাজার টাকা মুচলেকায় চার আসামির জামিন মঞ্জুর করেন। আসামিরা হলেন- রাজু আহসান, মনির, রাশেদ ও মোকাদ্দেস।
মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর স্বামীর সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা প্রায়ই ওই নারীকে বিরক্ত করতো। ১১ জানুয়ারি ডেমরায় বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। পধিমধ্যে হাজারীবাগ থানার বেড়িবাঁধের বালুর মাঠে এলাকা থেকে তাকে হত্যার হুমকি দেখিয়ে জোর করে একটি বেড়ার ঘরে নিয়ে যায় তারা। ওই ঘরটিআসামি রাজু আহসানের।
সেখানে ওই নারীকে চেতনাশক ওষুধ খাইয়ে রাতভর পাশবিক নির্যাতন চালানো হয়। জ্ঞান ফিরলে বুঝতে পারেন তিনি গণধর্ষণের শিকার হয়েছেন।
পরে এ ঘটনায় গত ১৩ জানুয়ারি ভুক্তভোগী নারী বাদী হয়ে হাজারীবাগ থানায় এ মামলা করেন। গত ১৯ জানুয়ারি এই ৪ জনকে গ্রেফতার করে সিএমএম আদালতে পাঠায় পুলিশ।
আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হলে তা মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এমএআর/এমএ