ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে নীতিমালা উপেক্ষা করে বদলি, টিওকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
কালীগঞ্জে নীতিমালা উপেক্ষা করে বদলি, টিওকে শোকজ সাতক্ষীরার ম্যাপ

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) আব্দুল হাকিমের বিরুদ্ধে নীতিমালা উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার আহছানিয়া ঘোজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফা সুলতানা, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলেয়া খাতুন, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জাহান এবং দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্দ্রা সরকার।

এতে বদলি নীতিমালার ৩.৩ ধারা লঙ্ঘন, জ্যেষ্ঠ শিক্ষকদের পরিবর্তে কনিষ্ঠ শিক্ষকদের বদলি ও বহিরাগত শিক্ষকদের নিয়মবহির্ভূত সুযোগ দেওয়ার অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগের প্রেক্ষিতে টিও আব্দুল হাকিমের বিরুদ্ধে ১২২৮, ১১৯৭ ও ১১৯৮ নম্বর স্মারকে শোকজ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম বাংলানিউজকে বলেন, নীতিমালা উপেক্ষা করা হয়নি। নীতিমালা মেনেই শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে বদলি করেছি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।