ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

অন্যায় করবেন না, প্রশ্রয়ও দেবেন না: ভূমিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
অন্যায় করবেন না, প্রশ্রয়ও দেবেন না: ভূমিমন্ত্রী

ঢাকা: অন্যায় না করার এবং অন্যায়কে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, আপনাদের কর্মকাণ্ডের উপর আমার এবং সর্বোপরি সরকারের ভাবর্মূতি র্নিভর করছে। আমি চাইবো না এমন কোনো কিছু আপনারা করেন, যেন আমাদের অন্য কোনো চিন্তা করতে হয়।

সোমবার (০১ এপ্রিল) রাজধানীর কাঁটাবনে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দুই সপ্তাহের ‘৯ম বেসিক ভূমি ব্যবস্থাপনা র্কোসে’র প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি)/এসিল্যান্ডদের উদ্দেশ্যে দিক র্নিদেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী।  

ভূমিমন্ত্রী বলেন, জনগণ এ দেশের মালিক, এজন্যই দেশের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

জনগণকেই যদি হয়রানি করা হয় তাহলে নামের কি আর সার্থকতা থাকলো! আমি আশা করবো আপনারা আপনাদের যে দায়িত্বে আছেন তা ভালোভাবে পালন করবেন।
 
এর সঙ্গে জনদুর্ভোগ কমানোর জন্য নিজ উদ্যোগেও কাজ করবেন। আপনারা নতুন নতুন চিন্তা করবেন কিভাবে সেবার মান বাড়ানো যায়। আমি আশা করবো ভূমি মন্ত্রণালয়ের ভাবর্মূতি আপনারা বাড়াবেন।  

সাইফুজ্জামান চৌধুরী জানান, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইলেজেশনের কাজ এগিয়ে চলছে। মন্ত্রী আরও জানান, ভূমি সর্ম্পকে জনগণকে সচেতন করতে আগামী ১০ এপ্রিল সারাদেশে ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা পালন করা হবে। তৃণমূল পর্যায়ে জনগণের মধ্যে ভূমি বিষয়ে সচেতনতা যেন বৃদ্ধি পায় এজন্য ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের ভালোভাবে কাজ করে যাওয়ার র্নিদেশনা দেন।  

ভূমিমন্ত্রী বলেন, আসলে লক্ষ্য একটাই, মানুষের হয়রানি বন্ধ করতে হবে। এজন্য সবার মাইন্ডসেট বদলাতে হবে। বাংলাদেশ পরির্বতন হচ্ছে, আপনাদেরও পরির্বতন হতে হবে। আপনারা নতুন প্রজন্মের চিন্তা চেতনার। সুতরাং নতুন প্রজন্মের চিন্তা করবেন। প্রয়োজনে সপ্তাহে কিংবা মাসে একদিন গণশুনানি করবেন। মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করবেন তাহলে কাজ করতে সুবিধা হবে।  

গত ১৯ মার্চ নবনিযুক্ত সহকারী কমিশনাররা (ভূমি) এই প্রশিক্ষণ কোর্সে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।