মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার ভোরে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ উপজেলার শরীফের চর (দক্ষিণ চরএককরিয়া) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ডাকাত টিপু সরদার ওই এলাকার মো. আব্দুস সাত্তার সরদারের ছেলে।
আসামির বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় এবং মেহেন্দিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএস/এএটি