ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জাহেদুলের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জাহেদুলের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি: ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জাহেদুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর থানায় দুদক’র চট্টগ্রাম-২ এর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
 
মামলা সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মালিকানাধীন মিমি সুপার মার্কেটের তৃতীয় তলায় নির্মিত আবাসিক হোটেল ইজারা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর প্রেক্ষিতে তিন ঠিকাদার প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এরমধ্যে অমিত চাকমার মালিকানাধীন মেসার্স কংলী অ্যান্ড কোম্পানিকে সর্বোচ্চ দর দাতা হিসেবে নির্বাচন করে হোটেলটি তাকে পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হয়। কিন্তু জেলা পরিষদের সদস্য জাহেদুল বাধা দেওয়ার কারণে অমিত এক বছরের অগ্রিম ভাড়া দিয়েও চুক্তি সম্পাদন করে ইজারা পাওয়ার পরও হোটেলটি দখল নিতে পারেননি।  

২০১৫ সালের ২৯ মার্চ থেকে জাহেদুল হোটেল আল আমিন অ্যান্ড কফি হাউজ নামে ব্যবসা পরিচালনা শুরু করেন। হোটেলের চতুর্থ তলায় রান্না ঘর নির্মাণ করা হলেও সেটিও জাহেদুল জোরপূর্বক দখল করেন।
 
জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী হোটেলটি অবৈধভাবে দখলের বিষয়ে জাহেদুল আলমের কাছে ব্যাখ্যা তলব করলে তিনি জবাব দেননি। এর প্রেক্ষিতে ২০১৬ সালের ১৭ মার্চ জাহেদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ইজারাদারকে হোটেলটি বরাদ্দ দেওয়া হলেও দখলে যেতে না পারায় জেলা পরিষদের হোটেলটির ভাড়া বাবদ কোনো অর্থ জমা হয়নি। এতে পরিষদের ১৯ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা আর্থিক ক্ষতিসাধন ও আত্মসাত করা হয়েছে।
 
ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে হোটেলটিতে ব্যবসা পরিচালনা, জেলা পরিষদের অর্থ আত্মসাত প্রমাণিত হওয়ায় দণ্ড বিধি’র ৪০৯/৪২০ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে বলেন, মামলাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।