সোমবার (০১ এপ্রিল) রাতে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা সড়কের কালভার্টের পাশে এ ঘটনা ঘটে।
আহত জাহিদুল ইসলাম (৪০) জেলার কলারোয়া উপজেলা সদরের তুলসীডাঙা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আশা সমিতির ব্যাংদহা শাখার মাঠকর্মী জাহিদুল ইসলাম সোমবার রাতে ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। তিনি ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা সড়কের কালভার্ট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী এসে তার বাইসাইকেলের গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা জাহিদুলকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জাহিদুল ছিনতাইকারীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার গলা চেপে ধরে জিহবা কেটে এবং মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্যাংদহা বাজারের গ্রাম্য ডাক্তার সুমল কুমারের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আশা’র সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক শাহজাহান আলী বাংলানিউজকে জানান, এ ঘটনায় ব্যাংদহা শাখার ব্যবস্থাপক আল আমিন আল মামুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এনজিও কর্মীকে জিহ্বা কেটে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এনটি