মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জেলার বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় এ শিলাবৃষ্টি হয়।
জানা যায়, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি-বোরো ধানের।
দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল বাংলানিউজকে জানান, জেলার দক্ষিণ দিকে ৪টি উপজেলায় ব্যাপকহারে শিলাবৃষ্টি হয়েছে। এতে অনেক ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য উপজেলা কৃষি অফিসারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহযোগিতা করবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জেডএস