মঙ্গলবার (০২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এ নির্দেশ দেন। দুই আসামি হলেন- মো. হাসান ও মো. সোহেল।
এর আগে গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিনের আদালত তিন সপ্তাহের জন্য আসামিদের জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নিদেশ দেন।
তিন সপ্তাহের মেয়াদ শেষ হলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন আসামিরা।
গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের প্রাণহানি ঘটে। পরে এ ঘটনায় আসিফ নামের স্থানীয় এক বাসিন্দা বাদী হয়ে চকবাজার মডেল থানায় এই মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এমএআর/এমএ