তিনি বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সৃজনশীল খাতে নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করা হবে।
মঙ্গলবার (০২ এপ্রিল) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিশ্রুতি দেন ডাচ রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, নানা প্রতিকুলতার মধ্যে বাংলাদেশের যেভাবে অগ্রগতি হয়েছে তা বিশ্ববাসীকে আরো বেশি বেশি ব্র্যান্ডিং করে জানাতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এই দেশ সম্পর্কে বিশ্ববাসী যত বেশি জানবে বিনিয়োগকারীরা এদেশে তত বিনিয়োগ করবে। এজন্য ব্র্যান্ডিংয়ের প্রতি মনোযোগ দিতে হবে সরকারকে।
বাংলাদেশের সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে বলে জানান ডাচ রাষ্ট্রদূত। ২০২১ সাল নাগাদ একটি মধ্য আয়ের দেশে পরিণত হতে গুরুত্বপূর্ণ খাতে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের দৃষ্টান্তমূলক অগ্রগতির প্রশংসাও করেন।
বাংলাদেশের শিক্ষা, অবকঠামো, যোগাযোগ বিদ্যুৎ ও কৃষিসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে নেদারল্যান্ডসের সহায়তা অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত অর্থনৈতিক অঞ্চলসহ কৃষিখাতে নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বিনিয়গের আহবান জানান কৃষিমন্ত্রী।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের সুফল অর্জনে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন ড. আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জিসিজি/এমজেএফ