ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (০২ এপ্রিল ) বিকেল ৩টার দিকে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই মরদেহ দু'টি উদ্ধার করে পুলিশ।

এরা হলেন- তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)।



তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেন্টু মিয়া জানান, প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ফার্মগেটের সম্রাট হোটেলের সাততলার একটি কক্ষে ওই দুই তরুণ-তরুণীর মরদেহ পাওয়া গেছে। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।  

বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এজেডেএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।