মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘট আমাগী ৩ দিন চলবে বলে জানিয়েছেন পাটকল শ্রমিক নেতারা।
উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন স্লোগানে মিল গেটের সামনে অবস্থান নেয় ও বিক্ষোভ-মিছিল বের করে।
এদিকে, পলাশের ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলস গেটের সামনে থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করে শ্রমিকরা। মিছিলটি বিভিন্ন স্লোগানে টঙ্গী-সিলেট মহাসড়কের ঘোড়াশাল পৌরসভা এলাকার শহীদ ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে রাস্তায় টায়ায় জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বাংলাদেশ জুট মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি ইফসুফ মিয়া বলেন, ইতোপূর্বে বহুবার মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি মজুরি কমিশনসহ ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু অজ্ঞাত কারণে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই পাটকল শ্রমিকরা সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন শুরু করেছে।
অবিলম্বে ৯ দফা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রমিক নেতারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাউছার খানসহ অন্যান্য শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসআরএস