মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখা দিয়ে ওই যুবককে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাজাপ্রাপ্ত হাসান আলী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পুষমন্ডি থানার চন্ডিপুর গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে বলেন, ১৭ মাস আগে কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ওই যুবক দিনাজপুরের বিরল সাটিমাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিরল থানা পুলিশ সদস্যরা তাকে আটক করে। পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তার ১৭ মাসের সাজা দেন।
মঙ্গলবার তার সাজার মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে হস্তান্তর করে।
পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে তাকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জিপি