ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ড্রেজিং কার্যক্রমে আমাদের সক্ষমতা ভারতের চেয়েও বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
ড্রেজিং কার্যক্রমে আমাদের সক্ষমতা ভারতের চেয়েও বেশি

মাদারীপুর: নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গত ১০ বছরে নৌখাতে যে কাজ হয়েছে, গত ৩৮ বছরেও সেটা হয়নি। 

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট পরিদর্শন শেষে কাঁঠালবাড়ী ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যা শুরু করেছিলেন নৌ-খাত সেখানেই ছিল।

শেখ হাসিনা এটাকে আন্তর্জাতিক মানের স্থানে নিয়ে গেছেন। ড্রেজিং কার্যক্রমে আমাদের সক্ষমতা ভারতেও চেয়েও বেশি।
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের সময় আমাদের ড্রেজারের সংখ্যা ছিল সাতটি। এখন আমাদের ড্রেজারের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহের কাজ চলছে। তাই বুঝতেই পারছেন নদীকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর মাহবুব, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান প্রণয়কান্তি বিশ্বাসসহ নৌ পরিবহন মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।