মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ৩টার দিকে শুরু হওয়া শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে আমের অনেক গুটি। এতে গাছগুলো এখন প্রায় আমি শূন্য হয়ে পড়েছে।
সৈয়দপুর কৃষি বিভাগ সূত্র জানা যায়, উপজেলার প্রায় প্রতিটি এলাকায় এ শিলাবৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এ মুহূর্তে নিরূপণ করা সম্ভব না হলেও তা তুলনামূলকভাবে অনেক বেশি।
এদিকে বড় আকারের শিলাখণ্ড পড়ে অনেকস্থানে কাঁচা ঘরবাড়ি, টিনের চাল, মৃৎশিল্পীদের তৈরি করা বিভিন্ন মাটির জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ইটভাটাগুলোর কাচা ইট বৃষ্টিতে ও শিলার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছে।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মন্ডল বাংলানিউজকে বলেন, মৌসুমের প্রথম শিলাবৃষ্টিতে আম ও লিচুর গুটি ঝরে পড়েছে। ফলে এ বছর আশানুরূপ ফলন হবে না।
এছাড়া ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জিপি