ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৯
রাজবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা মুদি দোকানে ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: ভেজালবিরোধী অভিযান চালিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার নটাপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম।

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে নটাপাড়া বাজারের খাবার হোটেল, মিষ্টির দোকান, মুদি দোকান, সার-বীজ ও বালাইনাশকসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।