মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগ দিতে গেলে ছাত্রলীগ কর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে।
সোমবার দিবাগত রাতে উর্দু বিভাগের মাস্টার্সের ছাত্র ফরিদ হাসানকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে ক্যাম্পাসে ডাকসু ভিপি নুর, স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেনসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে প্রক্টর কার্যালয়ে অভিযোগ দেওয়ার পর তারা এসএম হল অভিমুখে রওয়ানা দেন। হলের অভ্যন্তরে ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকেই অবস্থান নেন। ভিপি নুরসহ সবাই পৌঁছালে স্লোগান দিয়ে তাদের উপর ডিম নিক্ষেপ করেন ছাত্রলীগ কর্মীরা। পরে নুরকে অবরুদ্ধ করে রাখা হয়।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার এসে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে কথা বলেন। সাতটার দিকে হল কার্যালয় ত্যাগ করার সময় নুরের উপর ফের ডিম নিক্ষেপ করা হয়।
এদিকে সাড়ে সাতটার দিকে এ ঘটনার বিচার দাবি করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
এসকেবি/এমজেএফ